ভালোবাসি তোমায়
বলতে পারি না হায়,
না বলা কথারা শুধু ব্যথা সযে়্  যায়!
জানি না কোন সে বাধা
কীই বা কারণ,
ভালোবাসি একথাটি বলা যে বারণ!


ও মনে কী যে আছে
নেই সেতো জানা,
কান পাতি বাতাসেতে
যদি যায় শোনা!
বলতে মনের কথা
বডো় ভয় হয়,
বুঝি বা সে ভালোবাসা
আমার তো নয়!


চেযে়ছি তো কতবার মুখ ফুটে বলতে
দিযে়ছি চোখকে ফাঁকি,
মিলিযে় দিযে়ছি কথা ঠোঁটের হাসিতে!
এজ্বালা বড়ই জ্বালা কী যে করি হায়
ভেবে ভেবে অকারণ বেলা বযে় যায়!


ভালোবাসি তোমায়
বলতে পারি না হায়
হাজার কথার ভিডে় সে কথা হারায়!


(য় ও ড় তে এ-কার টাইপে সমস্যা হওয়ায় দুঃখিত)