ও নদী তুই চললি কোথায়
খামখেয়ালে আপন মনে,
সময় করে দুটি কথা
বলবি কি তুই আমার সনে?
ভাসিয়ে সেদিন তোর বুকেতে
স্বপ্ন বোঝাই নৌকাখানি,
তরতরিয়ে এগিয়ে গেছি
আপন হাতে বৈঠা টানি!
হঠাত সে এক দমকা ঝড়ে
উলটে গেল নৌকাখানি,
তলিয়ে গেল স্বপ্ন যত
আজও ওদের কান্না শুনি!
আজ এসেছি ভাসব বলে
তোর বুকেতে শ্যাওলা হয়ে,
এগিয়ে যাব জলের তোড়ে
যাবি কি তুই সঙ্গে নিয়ে?
চলনা নিয়ে এমন দেশে
স্বপ্ন যেথায় আমায় দেখে,
রূপকথার ওই পরীর দেশে
যায় আসে না দুঃখ সুখে!
নিষেধ বাধার বাঁধন ছিঁড়ে
কেমনে চলিস আপন ঢঙে,
হারিয়ে দে-না আজকে আমায়
গোধূলির ওই সিঁদুর রঙে!