ব্যথা যখন কানায় কানায়
ছুটে গেছি সমুদ্রের কাছে,
দ্বিধাহীন প্রসারিত দুহাতে করুণ আকুতি -
তোমার উত্তাল ফেনিল নোনা জলরাশির বুকে
হারিয়ে দেবে আমার অব্যক্ত নোনা যন্ত্রণা?
কেউ জানতেও পারবে না,
সমুদ্র আমায় ফিরিয়ে দেয় নি...!


যন্ত্রণার নীল রঙ যখন গাঢ় থেকে গাঢ়তর
নীলিয়ে দিচ্ছে জীবন,
ছুটে গেছি আকাশ যেখানে মিশেছে দিগন্তের বুকে
দ্বিধাহীন চিৎকারে ব্যক্ত করেছি অব্যক্ত নীল
হারিয়ে দিয়েছি আকাশনীলে,
কেউ শোনেনি...!


একলা শূন্য জীবন যখন প্রায় বর্ণহীন
একছুটে পৌঁছে গেছি একাকী অরণে কিংবা পাহাড়িয়া সবুজে!
ওরাও তো একা...তবু এতো দৃঢ়তা উদারতা সজীবতা,
ক্লান্ত অস্থির একাকীত্বে ফিরিয়ে এনেছি
সবুজের নির্মল সজীবতা!
শিখেছি শূন্যতার মাঝে পূর্ণ হতে,
কেউ বোঝেনি...!


কিছু অব্যক্ত যেন ব্যক্ত হতে চায়
শুধুমাত্র প্রকৃতিরই কাছে,
দ্বিধাহীন...!!