কাব্যকথায় পেট ভরে না
চেতনার চোখে ঘুম,
মানবতাও যা ছিল তাই
তবুও লেখার ধুম!
অন্যায় চলে বুক ফুলিয়ে
নির্ভয়ে অবিরাম,
পকেট যে তার বিত্তে ভারী
বিচারের ঝরে ঘাম!


থামে না তবু কবির কলম
প্রতিবাদে সোচ্চার,
চেতনার পটে প্রতিবাদী রঙে
ছবি আঁকে বার বার!
রোষের পরত কোনো একদিন
জ্বালাবেই রোষানল,
সেই অনলেই পুড়ে ছাই হবে
পাপ ও পাপীর দল!