১. অহংকারের যে আগুন তুমি
    জ্বালাবে আজ সুখে,
    কোনো একদিন পুড়ে যাবে ঠিকই
    সেই অহমেরই দুখে!


২. যাকে তুমি নিজের বলো
    এনেছ কি সাথে,
    বিদায়ের ক্ষণে কি সে
    রবে তোমার হাতে?


৩. অন্যকে ছোটো করে
    বড়ো হতে যেও না,
    এমন করে ছোটো থেকে
    আরো ছোটো হয়ো না!


৪. নিজের চোখেতে চোখ
    সদা রেখে চলো,
    প্রাণ খুলে বিবেকের
    সাথে কথা বলো!


৫. বাঁকাপথে যা কিছু আজ
    পাবে রাতারাতি,
    জেনে রেখো জীবনে সে
    ক্ষণিকেরই সাথী!


৬. হাসাতে না পারো যদি
    কাঁদিও না কভু,
    আঘাত যদি বা পাও
    আঘাত দিও না তবু!


৭. অনেক করেও যদি
    বলো কটু কথা,
    নিষ্ফলে যাবে সবই
    রবে শুধু ব্যথা!


(কাউকে জ্ঞান দেওয়া আমার উদ্দেশ্য নয়,কথাগুলো নিজেকেই নিজে বলা)