দেব তোমায় হীরে মানিক
           সাধ্য আমার কই,
তবুও কেন অধীর চোখে
           পথটি চেয়ে রই?
হয়তো তুমি বুঝবে আমায়
           বুক বেঁধেছি আশায়,
ফুলডোরে বাঁধব তোমায়
          ভরসা ভালোবাসায়!
ছড়িয়ে দেব বসন্ত রঙ
          তোমার হৃদয়াকাশে,
ঝড় বাদলের আঁধার রাতে
          থাকব তোমার পাশে!
ধন দৌলত মুক্তো মণি
          হোক না যতই দামী,
ভালোবাসার পরশ বিনে
          সবই যে অনামী!
নিটোল প্রেমের ছোট্ট নীড়ে
          আশার প্রদীপ শিখা,
আঁধার মনে ছড়ায় আলো
          তাইতো স্বপ্ন দেখা!