কবিতার পাতাগুলো কালো গুহার অন্ধকারে ঠাসাঠাসি ভিডে় হাঁসফাঁস
করছিল..এক ফোঁটা আলোর পরশের জন্য ছটফট করছিল ওরা..
কিন্তু ব্যস্ত এই জগতে কার অত সময় আছে ওদের নিযে় ভাববার মত?
তাই যথারীতি হারিযে় যাচ্ছিল ওরা..কবিতা হওয়া হযে় উঠছিল না ওদের..ঠিক এমনইএক কঠিন সমযে় আলোর দিশারী কবিতার আসরের আবির্ভাব!এর হাত ধরেই একে একে গুহার অন্ধকার থেকে বেরিযে় আলোর পথে পা বাড়ালো ওরা...অসাধারন,ভালো,মাঝারি,
সাধারন যেমনই হোক কবিতার মান,কবিবন্ধুদের অনুপ্রেরণায় তারা পায় প্রাণের পরশ,উজ্জীবিত হযে় ওঠে ওরা..বস্তাবন্দী হওয়ার আগে কবিতার জগতে নিজেদের অস্তিত্ব প্রকাশের সুযোগ লাভ করে..
শুধু তাই নয় একই সঙ্গে কবিতার সৃষ্টি কর্তা লাভ করে কবিরূপে একটু স্বীকৃতি...খুঁজে পায় নিজের অস্তিত্বকে নবরূপে..ঠোঁটৈ ফুঁটে ওঠে পরিতৃপ্তির হাসি..আমিও কবি আর এই আমার কবিতা!ধন্য কবিতার আসর..অজস্র ধন্যবাদ তোমাকে...হারিযে় যেতে  দাও নি তুমি অজস্র কবিতা ও কবি সত্ত্বাকে...তোমার এই প্রচেষ্টাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম!
এখানে এমন অনেক কবিবন্ধু আছেন যারা অসম্ভব ভালো লেখেন..তাদের সেইসব অজস্র অভাবনীয় সুন্দর লেখাগুলোর ভিডে় আমার কবিতা অতি নগন্য,তুচছ..তবুও কবিবন্ধুদের সুন্দর অনুপ্রেরণাদায়ক মন্তব্য আমাকে নতুনভাবে লিখতে উদ্বুদ্ধ করে,,এ আমার পরম সৌভাগ্য..সমস্ত কবিবন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা তাদের অমূল্য সমযের কিছুটা ব্যয় করে নিয়মিত আমার মত নগন্য কবির কবিতা পাঠ করেন ওসুন্দর মন্তব্যের দ্বারা আমায় অনুপ্রাণিত করেন..আজকে সুদূর আমেরিকায় বসে চারিদিকে শুধু English এর ভিডে় এইভাবে বাংলাভাষা ও বাঙালিদের পরশ আমাকে দারুনভাবে আনন্দ দেয়...ধন্যবাদ সবাইকে