আকাশ আলো ঝল মল
সূর্য মানে কি? তবে বল .


সূর্য মানে আলোর দীপ্তি,
মোর চোখে তোমার জন্য আকুতি .


সূর্য মানে আগুনের আস্ফালন ,
আমার হৃদয়ে তোমার জন্য স্পন্দন .


সূর্য মানে আগ্নেয়গিরির উত্তাপ
তোমাকে পাওয়ার অমৃত আস্বাদ .


প্রভাতে ওঠা কোমল সূর্য
তোমার হাতের উন্মাদ স্পর্শ .


দুপুরের সেই সূর্য জ্বলন্ত
তোমার আমার কথা অফুরন্ত .


গোধূলির সূর্যের সেই রক্তিম আলো
উজাড় করা প্রেমের গভীর আনন্দ .


অঝোর বৃষ্টির পর সূর্যের দৃষ্টি
অনাবিল প্রেমের কি মায়ানুভূতি .


এই প্রেম যে সূর্যের মতো অদ্বিতীয়
তোমার প্রেমে হলাম আমি মোহিত.