জীবনের পাতা উল্টে দেখলাম,
কি দিলাম আর কি পেলাম।
দেখলাম, আমার ছিল না কিছুই
আমি নাটকের নিছক চরিত্র শুধুই।
সাজানো নাট‍্যমঞ্চে ঘর বেঁধেছিলাম,
মঞ্চ ভেঙে গেল, আমি হারিয়ে গেলাম।
সময় এসেছে হয়ত সাজব নুতন রূপে,
এই নাটক শেষ নাটক হবে।