কত স্মৃতিতে জড়িয়ে গেলো আরেকটি বছর ,
কান্না হাসির দোলায় দুললো আমার তোমার ঘর ।
চৈত্রের শেষ দুপুর দেখো কি যেন বলছে ,
বড় অসময়ে আজ আমার গাছে দুটি শিউলি ফুটেছে ।
অজানা খুশিতে আমি ফুলের গন্ধ গায়ে মেখেছি ,
আসছে বছরটিকে আজ শুধু হাসতে দেখেছি ।
মনের ময়ূর পঙ্খী বানিয়েছে একটি  নৌকো,
একটি ঝুলিতে ভরেছে সব ব্যাথা, যন্ত্রনা আর  দুঃখ ।
ভাসিয়ে দিয়েছে সেইসব আজ নদীর জলে ,
সকালটা আজ মধুর হয়েছে পাখিদের গান, কোলাহলে ।
জীবনের অতীত তো ওগো ভোলা বড় কষ্ট ,
না ভুলেও, ভুলে গিয়ে আমি করছি নূতনকে স্বাগত ।