কলম  হাতে দুই কলম লিখলাম
ছড়ানো, ছিঁটানো কিছু ভাবনা আঁকলাম
কিছু কিছু স্বপ্ন আজ  হয়েছে  অতীত  
গুন্ গুন্  করে  গাইছি  তারই  সংগীত  
আগামী দিনের আমাকে দেখছি আমি মনে মনে  
যা আছে তা দিয়েই স্বপ্ন সাজাচ্ছি দু নয়নে
এক বিন্দু আশা নিয়ে গড়ব এক পৃথিবী
আমার সাথে থাকবে আমার স্নেহের সাথী
তার চলার পথে ছিঁটিয়ে দেব ফুলের সুগন্ধ
আনন্দ, হাসি, গানে জীবন তার করবো চিরবসন্ত