নারীর মাঝে লুকিয়ে আছে কত সৃষ্টি
নারীই আলো, নারীই মেঘ, নারীই বৃষ্টি
ভোরের স্নিগ্ধতা রমণীর কোমলতা
শিশির বিন্দুর মতোই তার পবিত্রতা
সাদা, নীল আকাশের মতো সে সুন্দর
বৃষ্টি ভেজা পাতার মতোই সতেজ তার অন্তর
তার ক্রোধে কালবৈশাখী আসে
সে হাসলে বসন্তের কোকিল ডাকে
অগ্নীর মতো উষ্ণ তার অভিমান
মাটির মতোই নিঃস্বার্থ  তার বলিদান