চৈত্র চলে যাবে, বাতাস সুর তুলেছে
বৈশাখ আসছে, দরজায় কড়া নাড়ছে
সময় তো একই ধারায় বইছে
জীবনের চিত্রগুলি এলোমেলো হয়েছে
আকাশের কত রং ফিরে ফিরে আসে
নীল লাল সাদা কালো সবই তো ভালো লাগে
জীবনে আনন্দ ধারায় হঠাৎ কেন
চোখের কোণে অশ্রু জমে আসে
বড়োই হে জটিল এই জীবনের অংক
এগিয়ে যাওয়াই তো তার ছন্দ
ইমন ভৈরবী আশাবরী কত রাগের সুর বাজে
হৃদয়ের গভীরে ব্যাথাগুলি আজও জেগে আছে