কতবার তো কত কষ্ট দিসো
কানতে কানতে ভুইল্যা গেসি
যতই হোক ভালোবাসা তো সিলো
তড়পাইতে তড়পাইতে মাপ কইরা দিসি
আরেকটা কষ্ট না দিলে কি হইত
এইবার যে আর পারসি না গো
বুকটা একদম জ্বইল্যা গেসে
নিজেরে ভীষণ ছোট মনে হইসে
বল পারবা কি আমার জীবনের
সেই সতেরো বসর ফিরাইয়া দিতে
আমার মন আবার সবুজ করতে
আমার লেখা সব চিঠি ফিরাইয়া দিতে ?
পরস্পরের ছোঁয়ার অনুভূতি মুইছা দিতে ?
টাকা পয়সা ঘর বাড়ি সব ভাগ হইবো
কেমনে ভাগ করবা আমাগো ছেলেটারে ?
কথা দিসিলা জীবনে কোনোদিন ঠকাইবা না
এখন যা হইলো তইলে কি হইলো ?
আমার যে আর কিসুই রইলো না
আমার যে জীবন শূন্য হইয়া গেলো
কেমনে ভুলুম সেই কোটি কোটি মুহূর্ত ?
তোমার সঙ্গে কথা কওয়া, আলিঙ্গন করা
পারবা ফিরাইয়া দিতে আমার সেই বিশ্বাস ?
আমাগো সেই ভালোবাসা, তা কি শুধু নাটক?
সামনে যে আমার অনেক লম্বা রাস্তা
একা একা চলুম কেমনে কইরা গো?
তুমি তো থাকবা তোমার সাথী লইয়া
আমি তবে কি দোষ করসিলাম?
এমনি যদি করবা, তাইলে গিট্ বানছিলা কেন গো?