পাহাড়ের গা বেয়ে বিশাল ঝর্ণা ,
বয়ে চলেছে আপন ধারায়


চারিদিকে কত উথাল পাথাল
তার কি বা যায় এসে যায়


একবার এসেছিলাম তোর কাছে
ছিল আনন্দ, হাসি, গান আমার সাথে


আজ আবার এসেছি তোকে দেখতে
আমার একাকিত্বের কথা তোকে জানাতে


তোর ঝরে পড়া জলের স্রোতে
ভাসাতে চাই আজ সকল যন্ত্রনা


নিতে চাই সঙ্গে করে তোর শীতলতা
সারিয়ে দিস মনের সব ক্ষতের জ্বালা


তোর শব্দ দিয়ে ভরিয়ে দিস আমার শূন্যতা
নুতন করে সতেজ করে দিস জীবনের শুস্কতা


বড় সাধ হয়েছে আরেকটা জীবন বাঁচি
জীবনে আমার থাকবে শুধু আনন্দ রাশি রাশি