প্রণমি আজ তোমার চরণে প্রভু
মানুষ হয়ে জন্মে ধন্য এই প্রাণটুকু
কি অর্পণ করিয়া জানাই কৃতজ্ঞতা
দোষ সকল ক্ষমা করো আশীর্বাদ করিয়া
বিপদ মুক্ত হই তোমারে স্মরণ করিয়া
তুমি বিনে দুঃখ কাকে বলি মুখ ফুটিয়া
যখনি দিশাহারা হয়েছি আমি
তুমিই পথ দেখাইয়াছো তা আমি জানি
আজও প্রভু মনে জেগেছে সহস্র দ্বন্দ্ব
শান্তি দাও জানি তোমার কৃপা অনন্ত
ডাকছি প্রভু, দাও গো সাড়া
ভুল যেন না হয় প্রভু আমার দ্বারা  
দূর করো যা আছে সকল মন্দ
আশীর্বাদ করো প্রভু, মন যে হয়েছে অশান্ত