অনন্ত এই আশা অনন্ত এই প্রাণোচ্ছাস
যতই আঘাত আসুক মরে না বিশ্বাস
সময়ের সাথে সাথে ভরে যায় জখম
নুতন করে সম্পর্কগুলি প্রাণ পায় তখন
মনে হয় জীবন হয়েছে সবুজ সবুজ
আনন্দে মন প্রাণ হয়ে যায় ভাবুক
স্বরলিপি সুরে সুরে কণ্ঠে ছড়ায়
পাখিরাও আকাশে উড়ে উড়ে গান গায়
নুতন বধূর মতো জীবনে আসে লাবণ্য
অতীতের আঘাতগুলি লাগে কত নগন্য
জানি না এই সুখের স্থায়িত্ব কতদিন
ভাবতে চায় না মন আজ হয়েছে যে রঙিন
একটাই জীবন , আমি ভাববো না কিছু
অনন্ত সুখের লোভে লোভী হলো মন শুধু