কুয়াশা সিক্ত সিক্ত স্নিগ্ধ সকাল
আবেশ মাখানো এলো শীতকাল
চাদর জড়িয়ে বারান্দায় দাড়াই
গরম চায়ের পেয়ালায় গলা ভেজাই
সুয্যি মামা আকাশে দেয় উঁকি
আমি তখণ রবীন্দ্রসংগীত শুনি
"শীতের হাওয়ায় লাগলো নাচন
আমলকির ওই ডালে ডালে "
তালে তালে মন ভরে যায়
গাঁদা ফুলের গন্ধ হে বাতাসে ছড়ায়
বিধাতার কি অপুরূপ সৃষ্টি
সত্যি বড়ো মনোরম এই প্রকৃতি