অল্প অল্প করে বড় হওয়া
ছোটবেলার দিনগুলির হারিয়ে যাওয়া
দুই বেণী ঝুলিয়ে স্কুল এর পথে
দশ পয়সার আইসক্রিম জিব্বায় লেলিয়ে
বন্ধুদের সাথে গুল্লাসুট খেলা
কথায় কথায় আড়ি দেওয়া
আজ কেমন ভারী ভারী মুখে
ছোট ছেলে মেয়েদের শাসন করে
সত্যি দিনগুলি কেমন পাল্টে গেছে
শৈশবের দিন সেই খুব মনে পড়ে
শান্তি ছিল কি ছিল না বুঝতাম না
আজ শান্তি বুঝেও খুঁজে পাই না
জীবন তো আরো বাঁচতে হবে
জানি সে সরল নয় কঠিন হবে
ছোট থেকে কবে যে বড় হয়ে গেলাম
সরলতার গন্ডি পেরিয়ে গেলাম
জীবনটা বড্ডো ভারী লাগে
দম আজ কেন বন্ধ হয়ে আসে ?
তাই দাঁড়িয়েছি জোছনা ভেজা আকাশের নিচে
আকাশ যেন আমায় দেখে মিটি মিটি হাসে
বলছে ভয় পাস্ না এটাই জীবন
ভালো কিছু কাজ করে যা বপন