আমার মন বলছে খুঁজে পেয়েছি,
হারানো সব যেন ফিরে পেয়েছি ।
চলে গেছি আজ আমি কুড়ি বছর আগে ,
দেহ, মনে আমার কিশলয় খেলে ।
আমার চেহারার লাবণ্য শিহরণ জাগায় ,
আমার দেহের দীপ্তিতে চাঁদ লজ্জা পায়।
তোমাকে আজ আমি আগের মতো কষ্ট দেব-
তুমি আমাকে চাইবে, কিন্তু আমি আসব না ,
আমায় তুমি অনেক চিঠি লিখবে ,
সেই চিঠিতে লিখা থাকবে ,
অজস্র ভালোবাসার কথা ,
লুকিয়ে লুকিয়ে আমি সেগুলি পড়ব,
কিন্তু ভালোবাসি তোমায় বলবো না ।
আমাকে পাবার তৃষ্ণায় তুমি কাঁদবে ,
আমিও দূর থেকে ছটফট করবো ,
কিন্তু তাও আমি তোমার কাছে যাবো না ।
অভিমানী আমার মনে জেগেছে অহংকার ,
কি করে ভুলে গেলে আমি তোমার, তুমি আমার ?
জীবনের ব্যস্ততায় তুমি অনেক দূরে চলে গেছো ,
তুমি আছো, আমি আছি,
তাও কেন লাগে একাকী ?
এই দেখো সেই আমি,
চলো না হারানো প্রেম ফিরিয়ে আনি-
চলো যাই আজ সেই দিগন্তে
প্রেম যে আমাদের ডাকছে .
দেখো, কুড়ি বছর আগের তুমি, আমি
সেই প্রেম যে আজও দিচ্ছে হাতছানি।
শুধু যে বয়সটাই ওগো বেড়েছে ,
মন তো আমার আগের মতোই আছে ।
তোমার বর্তমান থেকে একটি দিন দাও উপহার ,
হৃদয়ের বন্ধন চাই অনুভব করতে আবার।