ডাকো যদি এমন ধারা,
দিতেই যে হয় গো সারা ।
কতদিন, কতবার, এমন হয়েছে,
ভালোবাসবো না আর মন ভেবেছে।
যখনি তুমি দাঁড়াও সম্মুখে,
মন ভোমরা যে যায় হারিয়ে।
ফুলের মধু যদি সামনে থাকে,
পারে কি বলো সে যেতে দূরে?
তুমি যখন ডাকো নাম ধরে,
পারে না যে সে আড়ালে থাকতে,
এ তোমার প্রেম কেমন ধারা,
মুখে কেন বলো না সখা?
শুধু চোখে চোখে কথা বলো,
মন আমার কেমন মাতাল করো?
বসে থাকি তোমার ছবি নিয়ে,
দেখি যে তোমায় প্রাণ ভরে।
আরশিতে আমি নিজেকে দেখি,
তোমার কাঁধে মনে মনে মাথা রাখি ।
জানি না আমি কি সুখ সে যে
স্বর্গসুখ কি তাকেই বলে?
জানি তোমায় পাবো না কোনোদিন,
তাও হৃদয়ে বেঁধে রাখবো চিরদিন,
সারাদিন, সারারাত, প্রেমের মালা গাঁথা ,
তুমি যে আমার অজানা ভালোবাসা ।