অন্তরের দ্বীপ জ্বেলে আজ দেখলাম আমি
কত অচেনা সুখ এতদিন আমি দেখতে পাইনি
কত খুশি লুকিয়ে আছে বোবা গাছের ছায়ায়
কৃষ্ণচূড়ার লাল রং আমায় রাঙিয়েছে নুতন আশায়
ভোরের স্নিগ্ধ আলো আর তুলসী বেদি
কত সতেজ, পবিত্র এই সবুজ পাতাগুলি
এঁদের স্পর্শ করে মনে জাগে শিহরণ,
প্রতিটি স্পর্শে পাই প্রাণে নুতন স্পন্দন
কত খুশি তারা পেয়ে একটু জল
আমার মাটিতে দিনরাত দাঁড়িয়ে অটল
আমার দুঃসময়ে তারা ছেড়ে যায় না আমায়
নানা রঙের ফুল ফুটিয়ে আমার দুঃখ ঘোচায়
এঁদের স্বিগ্ধ বাতাসে আমার প্রাণ জুড়ায়
আমি বাঁধা পড়েছি এঁদের ভালোবাসায়.