মা---কোন শব্দ নয়
অন্তরাত্মার অনুভূতি


মন যখন ব‍্যথা পায়
দেহে যখন কষ্ট হয়
মাই তো পরশ ছোঁয়ায়


খুশিতে যখন হই আত্মহারা
জড়িয়ে ধরি মাকে
যখন খুব শীত লাগে
মার আঁচল গায়ে জড়িয়ে
সেই সুখ যেন স্বর্গ সুখ


গরমের ক্লান্তি আর
মার হাতে লেবুর সরবত
সে কি অনাবিল তৃপ্তি


বিনা কারণে মা মা ডাকা
মার কাছে বকুনি খাওয়া
কি সে নিদারুন খুশি


পরীক্ষার সময় মাথায়
মার দুটি হাত
দুর্লভ সে আশীর্বাদ


পেটে বিষম খিদে
আর মার হাতে সেই রান্না
সে যে অমৃতের আহার


মনে পরে প্রভুর তরে
মার সেই প্রার্থনা
আমাদের মংগল কামনা


এই ধরনীতে একমাত্র
নিঃস্বার্থ ভালবাসা
মাটির মত উজাড় করা
সে তো শুধু মাই পারে


মনে আছে মার সাথে
কাটানো প্রতিটি দিন মূহুর্ত
মা মোর অংগের সর্বত্র


আমি যে মার মেয়ে
আজ জানাই তোমায়
Happy mother's day