নিজের সংসারে আবদ্ধ আমি অনেকদিন
আপন মনে কাজ করি হয়ে উদাসীন
এটা কর্, ওটা করিস না, আর শুনতে পাই না
আদর করে কেউ আর এখন খাইয়ে দেয় না
একটু সাজ, লিপষ্টিক দে, আয় চুল বেঁধে দিই
খুজতে থাকি তোমায়, দেখি কেউ নেই
কত ব‍্যস্ত আমি, তাও কি যেন অভাব
মনে পড়ে তোমার সাথে ঝগড়া আর আহ্লাদ
হঠাৎ বাজে আমার টেলিফোনের বাজনা
"কিরে কি করিস, ভাল আছিস তো মা?"
জানি আমি শুনতে পাও তুমি আমার নীরব কান্না
নিঃস্বার্থ তোমার ভালবাসা, নেই কোনো তুলনা
আশির্বাদ দিয়ে যখন রাখো মাথায় হাত
ভগবান যেন সামনে এসে দাঁড়ান সাক্ষাত
মনে পড়ে আজ তোমার সকল বলিদান
তোমার বলা শব্দগুলি করে, অন্তরে কলতান
ইচ্ছা করে তোমার শাড়ির আঁচলে মুখ মুছি
বড়ো সাধ মাগো, একবার তোমায় জড়িয়ে ধরি
প্রশ্ন আমার মাগো কেন দিলে বিদায়
আমি কি খুব যন্ত্রনা দিয়েছিলাম তোমায়?