কত গান লিখে গেলে হে কবিগুরু
তোমার গানেই আজকের প্রভাত শুরু
অমর হয়ে রইলে তুমি আমাদের মাঝে
তোমার লেখনীতে লেখা শব্দগুলি দিয়ে
সুরে সুরে কথা বলছ নীরবে
অপার তোমার সৃষ্টির মহিমা যে
বইয়ের পাতায় পাতায় তোমার কবিতা
আমাদের হৃদয়ের কথাগুলি যেন গাঁথা
সমাজকে সচেতন করেছ শব্দবানে
মাথা উঁচু করে চলেছি এই ভুবনে
প্রেমের মর্মার্থ বুঝে গেলাম
'শেষের' কবিতা যখন পড়লাম
প্রেম যে কাম বাসনার অনেক উর্ধ্বে
পবিত্র ভালবাসা থাকে যে অন্তরে
আজ বড় সাধ তোমায় চাক্ষুষ দেখি
একবার তোমার চরণ স্পর্শ করি
লিখে গেলে আমাদের জীবন ছবি
তাই তো তুমি হে বিশ্বকবি