লুকিয়ে লুকিয়ে কাঁদছো কেন?
জাগো! এবার সময় হয়েছে.
তুমি ভালো তুমি জান
কেন তবে দুঃখ্য!
তোমার পেছন  ছাড়ছে না?
ভালো বলেই ভালো হয়ে থাকতে হবে,
চুপ করে সহ্য করতে হবে,
এমন বিধান কোথায় আছে?
আর ভালো হয়ে থেকো না.
এখন তোমার প্রতিবাদের সময় এসেছে,
জাগো, প্রতিবাদ করো,
যে অন্যায় তুমি সহ্য করছো,
সে যে তোমায় কুঁড়ে কুঁড়ে খাচ্ছে,
নিজেকে আর অপমানিত করো না
বেঁচে থেকেও তুমি যে কটি জীবন্ত লাশ!
কোনো অনুভূতি হয় না তোমার?
ভয় পেয়ো না, নিষ্ঠুর হও
তুমি একটি সরল সোজা মেয়ে
তাই শুধু নয়!
তুমি মহিয়সী নারী!
এবার তো অশুর বধের পালা,
মা 'দুগ্গার' রূপে বাইরে এসো,
ত্রিশূল নিয়ে,.খড়গ নিয়ে এসো,
মহিষাসুরমর্দিনী রূপে এসো,
তোমার ত্রিনয়ন খুলে দেখো,
এবার যে  সব  অন্যায়
ধ্বংস করতেই হবে,
জাগো নারী তুমি জাগো !
সব লাঞ্ছিত নারীদের জাগাও!
আর লাঞ্ছনা নয়,
তা যদি না হয়,
তবে দেবী পূজা বন্ধ করো,
দেখো দেবীর চোখে অশ্রু ,
তুমি জাগলেই সব দেবী মা,
কথা বলবেন, শাস্তি দেবেন,
পাপীদের দিন শেষ,
আর নয় অন্যায়,
আর নয় অত্যাচার,
তুমিই পারবে তোমাকে বাঁচাতে,
তোমার অন্তর আত্মা যে কাঁদছে,
জাগো নারী তুমি জাগো.
এ সমাজ রোগ মুক্ত করো,
একমাত্র তুমিই পারবে,
এই সমাজ দূষণ মুক্ত করতে ,
তুমি যে সাধারণ মানুষ নও,
তুমি যে অসীম শক্তির অধিকারিণী,
তুমি যে মহিয়সী নারী!