আকাশ, বাতাস নিস্তব্ধ,
পাখিদের নেই আনাগোনা,
সূর্যের তেজ ধারালো,
একি অসহনীয় জ্বালা,
পুড়ছে শরীর, পুড়ছে মন,
চারিদিকে কিসের হাহাকার,
প্রকৃতি কাঁদছে, বৃষ্টি নেই,
মন কাঁদছে, চোখে জল নেই,
নেই কোথাও একটু শান্তি,
আছে শুধু বিভ্রান্তি,
বিশ্বাস করবে কাকে?
সবাই দিচ্ছে ধোকা?
সংগ্রাম করতে করতে ক্লান্ত,
আগুনের উত্তাপ সইতে সইতে ক্লান্ত,
মানুষ কাঁদছে, প্রকৃতি কাঁদছে,
নেই কোনো পরশের হাত,
নেই কোনো শীতলতার অনুভূতি,
দম বন্ধ হয়ে আসছে, শরীর ঘামছে,
বুক ধক ধক করছে, মন অস্থির,
বিনা মেঘেই বজ্রপাত,
মন যে আর সইতে পারছে না,
মুক্তি কোথায়? প্রাণ কোথায়?
সব লুকিয়েছে গরমের আড়ালে.
কেউ দেখছে না, দেখছে না.