ছিন ছিনা ছি বাবলা বু
ছুটছে কেন পাড়ার রাজু?
কি দেখে সে দৌড় দিল
পাগলা ষাঁড় যে তার পিছু নিল
একে একে ছাগল, শুয়োর
লেজ তুলে বলে ধাওয়া কর্
হৈ হৈ রৈ রৈ ডাক উঠেছে
কে জানে লো কি হয়েছে?
আমার হল ভারি কৌতুহল
ছুটলাম নিয়ে লাঠি, দল বল
যেতে যেতে দুই ক্রোশ দূরে
আম বাগানের আম গাছ তলে
হঠাৎই রাজু বলল থাম্ থাম্
তাকিয়ে দেখি পড়েছে নীচে একটি আম
বললাম আমি হে হাদারাম
আমের জন‍্য করলি সকলকে হয়রান?