হে নারী , এ কেমন তুমি
দেখি তোমায় কত রূপে
প্রেম তোমার অন্তরে।


কোমল তুমি, নির্মল তুমি
তুমি যে স্নেহময়ী জননী।


তোমার অপার শক্তি দিয়ে
বেঁধে রেখেছো এই সংসার
তুমি না থাকলে জগত
যে ওগো অন্ধকার।


তুমি যে জগতের অলংকার।


তোমার শুভ্র, মিষ্টি হাসি
তোমার নূপুরের ছন্দ
জীবন সুখের মন্ত্র।


যখন হয় তোমার লাঞ্ছনা
কাল মেঘের আনাগোনা


সে যে বিষম যন্ত্রনা।