নিত্য নতুন কৌশলে,
ভুলিয়েছিলে আমায়,
আমিও কেমন সাদাসিধে,
ভালোবেসেছিলাম তোমায়,
এতো ছিল ছল, চাতুরী,
প্রেম সে বহুদূর,
যখন বুঝতে পারলাম,
বেদনায় মোর চিত্ত ব্যাকুল,
মন, দেহ সব করেছিলাম সমর্পন,
দেবতা ভেবে করেছিলাম উৎসর্গ,
আজ ঘৃণার জ্বালায় আমি চূর্ণ, বিচূর্ণ.
কতবার দিনে আমি গঙ্গা স্নান করি,
বলতে পারো কি করে মন এই পবিত্র করি?
নোংরা অস্পৃশ্য তুমি সমাজের কলঙ্ক,
তোমার ছোয়ায় আমিও যে আজ ঘৃণ্য.
প্রভুর চরণে আজ নিজেকে তাই
করেছি সমর্পন,
আবার আমাকে তিনি যদি করে তুলেন,
পবিত্র আর মনোরম.
আর কোনো স্বপ্ন নেই,
শুধু এইটুকু আশা,
আমার ছোট্ট ছেলেটি
যাতে মানুষ হয় হে বিধাতা.