ভোরের আলো আর পাখিদের কলকাকলি
গাছের ফুলগুলি দিলো মনোরম অনুভূতি
আকাশে হালকা লাল সূর্যের আলো
ঘুচে গেলো যত মনের কালো
মৃদু মন্দ ঠান্ডা হাওয়া করলো স্পর্শ
ভুলে গেলাম সকল দুঃখ, কষ্ট
ঠোঁটের কোনে খেললো হাসি
রাখাল বাজালো মিষ্টি বাঁশুরি
মন বললো যা হারিয়েছে হারিয়ে যাক
নবীন আনন্দে জীবন ভরিয়ে রাখ
আবিরের মতো উড়িয়ে দে তুই খুশি
ঝরে পড়বে তোর উপর সুখের বৃষ্টি
ভয় পাবি না ঝড়ের আনাগোনা
ঝড়ের মাঝেই লুকিয়ে আছে শান্তিকনা
খুঁজে নে যত টুকরো টুকরো খুশি
বিশ্বাস দিয়ে বেঁধে রাখ স্বপ্নগুলি
বেঁচে নে এই জীবন তোর মতো করে
সকলের মাঝে আনন্দ, হাসি, গান কোলাহলে