আহ্লাদে আটখানা হলাম আমি,
শুধু আজ নয়, কালও ছুটি।
কি করি আমি ভেবে না পাই,
গান করি না কবিতা লিখি।
এমন ধারা আনন্দ আমার,
মনে হয় সিন্দুকে ভরে রাখি।
প্রয়োজনে সিন্দুক দেব খুলে,
যে পারো নিয়ো লুটে।
আনন্দ উল্লাস আর ধরছে না যে,
তার উপর জগন্নাথের রথ ছুটেছে।
এসো দড়িটা টেনে আসি,
রথের মেলাও দেখে আসি।
কাল যে আবার ঈদের খুশি,
সত‍্যি আমি বেজায় খুশি।