মন পাখি উড়ছে, না জানি কতদূর,
সে যে ছুটে চলেছে বহুদূর বহুদূর,


কিসের খোঁজে সে উড়ছে,
কি সে পেতে চায়,
বাঁধন মুক্ত করেছে সে,
অনেক হতাশায়, হতাশায়


সে তো নয় আর স্থির,
সে এখন বড় চঞ্চল,
আর নয় ক্রন্দন,
চোখের জলে ভিজেছে যে আঁচল,


সংসার যে শুধুই ফাঁকি,
আর তার ভালো লাগে না ,
ইচ্ছা ডানায় উড়ে উড়ে সে
খুঁজে নেবে নুতন ঠিকানা


ছদ্মবেশে অনেক বেঁচেছে
এবার যাত্রা শেষের পালা
অপেখ্যা করছে তার জন্যে
সাজানো কোনো খুশির ডালা


পাহাড়, গগন ভেদ করে,
যাবে সে অনতিদূরে,
পৌঁছে যাবে অবশ্যই,
সে তার সুখের রাজপ্রাসাদে


যা! পাখি উড়ে যা!
আর নয় কোনো ভাবনা,
ওই যে দেখা যায়,
তোর সুখের আস্তানা.