ছোট্ট, নিরীহ, চঞ্চল আমার সন্তান
তার মাঝেই লুকিয়ে আমার প্রাণ
দেখি সারাদিন তাকে, করতে খেলা
তার মাঝেই লুকিয়ে আমার ছেলেবেলা
দেখি আমি আমার সেই ছোট্ট আমাকে
সারা ঘর যখন সে ছোটাছুটি করে
বড়ো ভালোলাগে শুনে তার আবদার
আধো আধো কথা বড়ো চমৎকার
শেষ করেছে সে তার চঞ্চল শৈশব
দুস্টুমি করতে করতে, এখন সে বালক
জানিনা এ সংসারের কি সে বুঝে?
ছেলে আমার, আমার খুব খেয়াল রাখে
বলে বাবা যখন তোমায় ছেড়ে গেছে
"আমায় নিয়ে থাকো ,মা দুঃখ যাও ভুলে"
অবাক চোখে আমি তাকিয়ে দেখি
গর্বে ভরে যায় আমার হৃদয়টি
বলি তাকে আমি দুটি হাত ধরে
"লড়াই কর বাবা", প্রকৃত মানুষ হতে হবে
"অন্যায়কে দিবি না কখনো প্রশ্রয়"
"প্রতিবাদ করবি বাবা, হয়ে নির্ভয়"
মনে রাখবি, সব দুঃখ আমার যাবে মুছে
একটি মানুষের মতো মানুষ হবি যখন সমাজে
সবাই বলবে ওই যে মমির ছেলে সাম্য
আমি তোর মা জীবন আমার ধন্য , ধন্য.