আকাশ বাতাস মুখরিত হল
সখী আমাদের মিলনে
দু চারটি কথা আর
প্রেম নিবেদনে
পুরানো সব স্মৃতির
হল রোমন্থন
সবুজ রঙে রঙিন হল
আমাদের বন্ধন
কত কথা কত গল্প
হয় না যে শেষ
হাসি ঠাট্টা আর আনন্দ
কি দারুন সমাবেশ
বিষাদে মন হয় বিহ্বল
সময় যে ফুরায়
আবার মিলনের আশায়
মন যে আকুলায়
সুখের স্মৃতি
রয়েছে অন্তহীন
ছোটবেলার সেই
রঙীন দিন
কাটিয়েছি কত রাত
হয়ে নিশাচর
সেই স্মৃতিতেই আজো
সতেজ এই অন্তর
বুঝিনি কখন কিভাবে
রাত ভোর হতে হতে
তুমি আমি চলে গেছি
দূরে অনেক দূরে
আজ যখন পেলাম
ক্ষনিক সময়
করে নিলাম বন্ধু
এই জীবন মধুময়