********************
একটি বেঁটেখাটো লোক লম্ফঝম্প করে চলেছে,
বিবাহবাসরের সাথে উপঢৌকনে পেয়েছে একটি দামী
ড্রেসিং টেবিল- প্রতিবিম্বটির সাথে তালে তাল রেখে
চলছে তার লম্ফঝম্প।
#বুঝতে পারছি সে অনেক লম্বা হতে চায়।
দীঘল চোখের বেঁটে পুরুষ হয়ে বাঁচতে
তার পৌরুষে ভীষন বাঁধছে।
কিংবা বেঁটে হয়ে কিভাবে সে উৎপাদন করবে
মারিয়া শারাপোভার মত সন্তান,
কিভাবে লিখবে তিলোত্তমাকে নিয়ে উপন্যাস,
কিভাবেই বা তার ক্রান্তদর্শন হবে!
আপিসে ফাইলের তলায়
সে তো এখনো নোটবন্দী হয়ে যায়... এত্তটাই বেঁটে !


# মধ্যবিত্ত দূরত্ব থেকে হংসগ্রীবা এগিয়ে যাই,
বাঁ পকেটে চালান করে দিই একখানি ধানবীজ –
“বাবা, আজ রাতের মত তো লম্বা হয়ে যা !”