******************


একটি কবিতা আসছে,
আসছে শরতে,
হইচই তাই পাড়ায়
বাজারে হট্টগোল,
যুবক যুবতী নিটোল
রূপটানে শেষ পোঁচ
বুড়ো দাদুটিও খুশি,
আমিত্তি খাবে রোজ,
একটি কবিতা আসছে,
সময় বড়ই কম
কুমোড় পাড়ায় ভীড়
কাজ চলে হরদম!
একটি কবিতা আসছে
তাই ছোট্টো মিষ্টি কুকু
মায়ের হাতটি ধরে-
নতুন জামা গায়,
খুশিতে উছলে পড়ে।
একটি কবিতা আসছে
তাই উটকো পথের ছেলে
তার চোখেতেও আলো,
সুখাদ্য ডাস্টবিনে!
একটি কবিতা আসছে,
শহর কবিতাময়,
অজ গাঁ, শহরতলী,
একটি গোটা জাতি-
একটা পুরো দেশ-
হটাৎ কাব্যময়,
একটি শারদ প্রাতে-
একটি কবিতা আসবে!