পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই,
তবু কাঁচঘরে পড়ে পৃথিবীর ছায়া,
সুন্দর বিছানায় শোন, হয়ে যান মাটির মানুষ,
ছোঁয়া যায়, শোঁকা যায়, দেহে দেহ রেখে
নিরিবিলি কথা বলা যায়।
হে প্রাকার, হে প্রান্তর, এ প্রাঙ্গন মানুষের নয়-
অন্যতর ইঙ্গিতবাহী।
কিছু কিছু মানুষের ঠোঁট ঝুলে যায়,
ঠোঁটে ঝোল টেনে টেনে চলে।
সারাৎসার খোঁজাখুজি, দ্বিধা দ্বন্দে,
তবুও তো বাগানে ফুটে ওঠে ফুল,
জানালায় দেখি,
সৌরভ নিতে না নিতে কখন যে
উৎপাটিত করে ফেলেছি মুকুল
অসাবধানতা বশতঃ!
ফুল হে, ঈশ্বরী হে, দেবত্বে উপনীত হওয়ার আগে
থেকে যাবে এইসব লঘু অপরাধ।