***************************
“চেয়ে থাকা কেন?
ওইভাবে চেয়ে থাকা কেন?”


আগুয়ান দাবানল আঁচে,
বনস্পতি, চেয়েই তো থাকে,
রূদ্ধশ্বাস উত্তেজনায়!


হড়কা বানভাসি হতে হতে,
পাহাড়ি দেউল, চেয়েই থাকে
সংবেদনায়!


চেয়ে থাকে পরম আবর্তনে
চুল্লীর পরমাণু মেঘ
প্রলয়ের আগে!


সুনামির চোখে চোখ
রেখে বাতিঘর
চেয়ে থাকে
চোখে জল নিয়ে।


সক্কলে চেয়েই তো থাকে!


তবে এ চাওয়া সেই চাওয়া নয়,
গায়ে না মাখলেই পারো।