************************* **********
দুটো তার মিলে আটকে আছে একটা বাদুড়
দু’তারেই নাকি আটকায় বাদুড়ের ডানা,
এক তারে ওরা বিলকুল ঔরংজেব
এখন ইলেকট্রিসিটি দেব ঘুষে বাগ মানছেন না।


দুটো তারে সমান্তরাল সরলরেখা হয়
যে রেখায় বাস করে ঝাউবন
কিন্তু সন্ধের ডালচচ্চরি রাঁধে না
এই হাই হ্যালোতেই দায়ভার সারা।


আমার পাড়ায় তাই ঝাউবন
ইলেকট্রিক তারে বাদুড় ঝোলা ঝোলে
ঝাউবনে বাদুড়ের আনাগোনা হলে
যেমন লাঠি হাতে গেরস্তরা সজাগ হয়
আমিও জেগে থাকি সারারাত-
ঝাউবনে বাদুড়ের ঢল