*********************
*১*
গড়ের মাঠে যখন নৈঃশব্দ খেলা করে
তখন আমি লাখ খানেক টাকায় বিক্রি হয়ে যাই।
স্বর্গের দাম এখন এখানে পড়ে গেছে- মাত্র লাখ খানেক।


*২*


ত্রিফলা হ্যালোজেনে যখন শহরে স্বর্গ নেমে আসে
আমি তখন তোমার জন্মপত্র সওদা করি,
আমি যে তোমার মা, গোরে যাবার মাটি,
মাটি এখন হাতের কাছেই, হাত বাড়ালেই- মাত্র লাখ খানেক।


*৩*


যে কল বাতাসে নড়ে, তা ধর্মের; শিল্পপতিরও-
সেই বাতাসে আমিও নড়ি,
নড়ে যাই, নড়ে যাই-
আহা, মাত্র লাখ খানেক।