হলুদ প্রজাপতি এক বসেছে আঙিনায়,
উবু হয়েছি যেই কুড়িয়ে নিতে আমার টুকরোগুলো,
হলুদ প্রজাপতি উড়ে গেছে সুরম্য বাগানে।


আমার টুকরোগুলিতে এখন পড়ছে রোদ,
এ রোদ গ্রহান্তরের, বিগ ব্যাঙ থেকে
উৎসারিত মিল্কি ওয়ের রোদ
আমার টুকরোগুলোতে চকচক করে।


হলুদ প্রজাপতি আরো হলুদ হয়ে ওঠে,
কিন্তু সে তো অন্য বাগানে, যে বাগান সুরম্য।
তবে কি সুরম্য বাগানেও পড়ে আমার রোদ!
যে রোদে আমি অনাবিল দাসখত লিখে দিয়েছি-
মৃত্যুচেতনার।