নাবালক ওরে নাবালক, জানলা খুলেছে দ্যাখ
আমাদের সুপ্রীম কোর্ট।
নাবালক ওরে নাবালক, পাখনা মেলেছে দ্যাখ-
আমাদের সুপ্রীম কোর্ট।
দুধে ভাতে রেখেছে কেমন, যষ্ঠি ধরেছে কেমন
বরাভয় রবাহূত, ত্রস্ত অসংহত,
নাবালক, ওরে নাবালক!


পুকুরে পরেছে ঢিল, উত্তরঙ্গ কালো,
জঙ্গুলে এক কালো, বড্ড বেসেছে ভালো,
নাবালক, ওরে নাবালক-
সভ্যতার খিলান, কড়ি বর্গা ফুট,
কালো কালো চোপকান,
আদুরে দুধের দাঁত-
নাবালক, ওরে নাবালক!


জুভেনাইল, ওরে জুভেনাইল
স্বপ্নোত্থিত বলছি,
বিছনা বালিশ তক্তোপোষে,
রাস্তায় গেড়ে বলছি,
শ্বাসে প্রশ্বাসে বলছি,
জুভেনাইল, ওরে জুভেনাইল,
জুভেনাইল, ওরে জুভেনাইল