আমাদের অনূক্ত প্রেম বিছিয়ে আঁচল
আকাট সূর্য্যালোকে অনাবাদী ধানক্ষেত
হয়ে পড়ে আছে। আমাদের অনূক্ত প্রেম
আজ রাতে প্যাঁচা চোখে ব্যালকনি পারাপার
হবে।


আমাদের আরক্ত মুখ মরা নদীটির
মতো বিবমিষা বিষ মেখে আছে।
আমাদের আরক্ত মুখে ঠোঁট ছোঁয়াছুয়ি
বায়বীয় অবয়ব পায় অন্ধকার
উত্তরাধিকার জুড়ে।


আমাদের আরাধ্য দিন দাবানল হয়ে
অসুর্য্যম্পশ্যা যবক্ষেতে ওড়াউড়ি
করে। আমাদের আরাধ্য দিন প্রস্তর
যুগ খড়িমাটি উপকথা জানে, জানে তার
টানটান অভিঘাত, অযোনীসম্ভূত
অভিকর্ষ কথা।


আমাদের অবাধ্য রোদ চরে পড়ে শুধু
নদীটির, সন্তরনের শিথিলতা গায়,
হে অবাধ্য রোদ, মৎস্যকন্যাটির চোখ
হয়েছে মেদুর, ঝিনুকের চোখ মেলে বসে
আছে তিলোত্তমা