সেই বটগাছ মেলেনি কোথাও কোনো শাখা,
সেই বটগাছ ন্যুব্জ হয়েছে শুধু বয়সের ভারে,
আমি তাকে খুঁজেছি আদিগন্ত, ধু ধু বালি-
মরীচিকা প্রান্তর।


সেই বটগাছ যুযুধান চরিত্রের ভীড়ে
দমকা হাওয়া বুলিয়ে গেছে শুধু,
আশ্রয়প্রত্যাশী নাবিকের নোঙর তুলে নিয়ে
গেছে চুপি চুপি।


পাখপাখালিরা ভুল করে,
ভুল করে মনের মানুষ,
বটগাছ ভেবে তরুলতা
হয়ে আছে এই দেহে লীন