আমি যাযাবর, বাঞ্জারান, মুসাফির
আর কত ঘুরব বলো
পরাবাস্তবের ঝুলি কাঁধে নিয়ে?


তুমি দেখবে
নিশ্চয়ই দেখবে
আমি পৌঁছে গেছি তোমার পদ্মসায়রে,
ছুঁয়ে ফেলেছি কাকচক্ষু দিঘী!
মন থেকে চাইলে কত কীই না হয়....


কত ভয়, কত সংশয় পেরিয়ে
আমি হেঁটেছি তোমার পথে,
হাঙরের পাশে বেমালুম সাঁতরে
      আমি পেরিয়ে এসেছি জল
                           সাগর অতল!
দেখা হলে এক বুক জল দেবে না?
কত বেশি তেষ্টা জমেছে জানো?


আমি ক্লান্ত, শ্রান্ত, প্রশান্ত অতলান্ত!
আর কত বইব বলো
জলাঙ্গী তিয়াস?


তুমি জানবে
নিশ্চয়ই জানবে
কতটা প্রেম পুষেছি নোটন পায়রায়।
তুমি নিশ্চিত পেয়ে যাবে সব ক'টা চিঠি
যা লিখেছি শত-রাত নির্ঘুম শয্যায়।


ফুজিয়ামার ঠিক পাশে কানন রচে
          আমি ঘর তুলেছি আগুন বেচে
               আঁচলের কোণ চিবুচ্ছি সংকোচে....
দেখা হলে ঠোঁটে ঠোঁট সাহস দেবে না?
কত নিশি তন্দ্রা আসেনি জানো.............