সন্ধা ঘনিয়ে এলো-
শাবকের খাবার খোঁজা সব মা পাখিরা এখনো ঘরে ফিরেনি।
ক্ষুধার্ত শাবকদের মতই বাবারাও অপেক্ষারত বিশেষ ক্ষুধায়।
সফেন সমুদ্রের জল মহাজনের ঋণ পরিশোধের জন্য পরকীয়ায় বাধ্য ক্ষীণস্রোতা নদী।
অন্ধকারে মুখোমুখি বসিতে বসিতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে বনলতা সেন।
গ্রীষ্মের লোডশেডিংয়ে বনলতার খোলা গায়ে তাল পাখার বাতাস করে কামুক কবি।
ভাবছি,আসন্ন আষাঢ়েই বনলতাকে মা বানাবো!