একটা নতুন পৃথিবী দেখার জন্য,
সাহস নিয়ে দাঁড়িয়ে আছে গলে যাওয়া রক্ত প্রবাহ।


আমি এখনো ঘুমোতেও যাইনি,
শুধুমাত্র একটা নতুন ভোর নতুন আলো দেখার আশায়।


একটা নতুন সকাল দেখার জন্য,
গভীর উৎকণ্ঠা নিয়ে জেগে আছে পোয়াতি রাত।


আর জেগে আছে মুক্তিকামীরা,
শুধুমাত্র একটা নতুন পতাকার সামিয়ানার অপেক্ষায় ।


একটা আগামীকাল দেখার জন্য,
বহুদিন;বহুসময়;বহুমাস;বছর অপেক্ষমান গতকাল।


আর তাবুত অন্ধকার মুছে ফেলে,
নীরব দর্শক হয়ে তাকিয়ে আছে আজকের রাত ।


একটা সুন্দর ভবিষ্যতের জন্য,
অতীতকে পেছনে ফেলে প্রাণপণে ছুটেছে বর্তমান ।


পাওয়া না পাওয়ার হিসেব ভুলে,
আগামীকাল আছে সম্ভাবনাময় ভবিষ্যতের অপেক্ষায়।