এ এক অদ্ভুত হত্যাযজ্ঞ!
এ শহর যেন আজ এক মাংসাশী শহর!
প্রতিনিয়ত এখানে রক্ত,মাংস,হাড়,মাথার খুলি পড়ে থাকে।
বিকট বিস্ফোরণের সাথে সাথে এখানে শুরু হয় মৃত্যুর উন্মাদ নৃত্য,
অস্ত্রের বজ্রধ্বনিতে এখানে বেজে যায় বিস্ফোরণের গান।
এ যুদ্ধে সবাই জয়ী হতে চায় এবং জয়ের জন্য সবাই আশাবাদী,
এক টুকরো জমির জন্য এখানে আজ যুদ্ধ আর দাঙ্গা বাজী।
এ এক এমন আগ্রাসন এখানে ন্যায় নীতিও ভান ধরে থাকে,
স্বাধীনতা!
সেও এখানে আজ একটা নির্দিষ্ট সীমা রেখায় বন্দী হয়ে গেছে,
একটু বেপরোয়া হলেই তাণ্ডব নেমে আসবে প্রিয় মানচিত্র আর স্বাধীনতার উপর।