এক জোড়া দূরবীন চোখ তাকিয়ে আছে
ফুটপাতে বেরে ওঠা ঐ টং দোকানের পরে ,
পড়নে তার ছেঁড়া প্যান্ট আর ছেঁড়া জামা
বয়সের খাতায় বড়জোর ৫ কি ৬ জমা
হাড্ডিসার দেহতে ক্ষুধার্ত পেটের ওঠানামা
কৌতুহলী মনে জানলাম তার নাম সোমা ৷
কোথায় তার বাবা এটা জানেনাকো সোমা,
কোনো পুরুষের এক রাতের ফসল সোমা
এটাও সে জানেনা লোকমুখে তার শোনা ,
স্বামী আসবে এই অাশায় মরেছে সোমার মা ৷
নিষ্ঠুর এ পৃথিবীতে আপন কেউ নাই সোমার
মাথা গুজবার এক ইঞ্চিও জায়গা নাই তার ,
চাচা আপন প্রাণ বাঁচা সমাজ কি নিবে ভাড়
প্রশ্ন ভাঁসছে সে মলিন চোখ , মুখে সোমার ৷
কি ভাবে তুমি জোগাড় করো তোমার আহার ?
মলিন মুখ আরো মলিন হয়ে গেলো সোমার
দূরবীন চোখে তাকালো টং দোকানে আবার
হটাৎ চিলের মতো ছোঁ মেড়ে ফিরলো আবার ,
হাতে একটা শুকনো রুটি দেখলাম সোমার
বললো এই রুটিই তার সারাদিনের আহার
আর মাঝে মাঝে ডাস্টবিনের পঁচা খাবার ৷